HSC Book List For Science Group (একাদশ শ্রেণির বইয়ের তালিকা)
আজকের আর্টিকেলটি আমি একাদশ শ্রেণির বইয়ের তালিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে এখানে আমি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট দিয়ে দেবো।
আরো পড়ুন >>
একাদশ শ্রেণির বইয়ের লিস্টগুলোতে শুধুমাত্র ৭টি বইয়ের মোট ১৩টি বই অর্থ্যৎ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে মোট ১৩টি বই।
এক কথাতে সারাংশ যদি বলি তাহলে বাংলা, ইংরেজী, আইসিটি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান মিলেই মোট ১৩টি বই।
আমি লেখকের নামসহ পুরো লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে। আশা করবো সবারই উপকারে আসবে লিস্টটা।
১. বাংলা প্রথম পত্র
এটা সাধারণত বোর্ড বই পড়লেই হবে।
২, বাংলা ২য় পত্র
দ্বিতীয় পত্রে হায়াৎ মামুদ বইটা অনুসরণ করাই যথেস্ট হবে আমার মনে হয়। এখানে মোট ৫৮৮ টাকা দাম ও ১৪২২টি পৃষ্ঠা আছে। প্রকাশনী দি এটলাস পাবলিশিং হাউজ এবং এর পাশাপাশি ড. গিয়াস শামীম ও রাখতে পারেন।
৩. ইংরেজী ১ম পত্র
বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়লেই হবে।
৪. ইংরেজী ২য় পত্র
Chowdhury and Hossain এর এ্যাডভান্স বইটিই বেস্ট হবে আমার মতে।
৫. রসায়ন প্রথম পত্র
৬. রসায়ন ২য় পত্র
৭. পদার্থ ১ম পত্র
৮. পদার্থ ২য় পত্র
৯. জীব বিজ্ঞান ১ম পত্র
জীববিজ্ঞান এর প্রথম পত্র মূলত উদ্ভিদ বিজ্ঞান। ড. মোহাম্মদ আবুল হাসান এর বইটি পড়তে পারেন।
১০. জীব বিজ্ঞান ২য় পত্র
গাজী এস.এম. আজমল, গাজী আসমত এর বইটি পড়তে পারেন। এটা জীববিজ্ঞান এর ২য় পত্র অর্থ্যৎ প্রাণী বিজ্ঞান এর জন্য পড়তে পারেন।
১১. উচ্চতর গণিত ১ম পত্র
১২. উচ্চতর গণিত ২য় পত্র
১৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রথম পছন্দ হিসেবে আমি মাহবুবুর রহমান এর বইটিকে সাজেশন করবো। তারপর প্রকৌশলী মুজিবুর রহমান এবং মো. নাইমুল হক সাঈম এর বইটি রাখতে পারেন। তবে প্রথম দুইটা পড়লেই হবে আর অনেক কলেজ আছে যারা প্রথমটার পাশাপাশি বোর্ড কর্তৃক নির্ধারিত বইটি পড়িয়ে থাকে।
আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় ১৫ই আগস্ট ২০২৩ সাল
.jpg)
Post a Comment